Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০২০

শুভ জন্মাষ্টমী উদযাপন


প্রকাশন তারিখ : 2020-08-12

প্রেস বিজ্ঞপ্তি

 

আজ শুভ জন্মাষ্টমী-২০২০ উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা ট্রাস্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি, সভাপতিত্ব করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান  শ্রী সুব্রত পাল । অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী সমীর কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, বর্তমান সমাজে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা বিশেষ প্রয়োজন। ভগবান যুগে যুগে আসেন দুষ্টের দমনের জন্য। অসত্য ও অন্যায় প্রতিরোধে আমাদেরকে আজ সচেষ্ট হতে হবে। তিনি বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও ভক্তদের আগমনে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস তিনি শ্রীকৃষ্ণের বিবিধ কর্মকাণ্ডের কথা সাবলীল ভাষায় ভক্তদের সামনে উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি শ্রী শ্যামল সরকার, রাজেন্দ্র প্রসাদ মন্টু, শ্রীমতী রেখা রানী গুণ ও প্রকৌশলী শ্রী রতন দত্ত। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক, উপপ্রকল্প পরিচালক, সহকারী প্রকল্প পরিচালক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সকলের শান্তি কামনা করে প্রার্থনা পরিচালনা করেন মাসিক সমাজ দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট ধর্মজ্ঞানী শ্রী বিমল চন্দ্র চক্রবর্তী।

স্বাগত বক্তব্যে ট্রাস্টের সচিব শ্রী বিষ্ণু কুমার সরকার নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে অনুষ্ঠানে যোগদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন ট্রাস্টের উপপরিচালক শ্রী প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।